|
---|
নিউজ ডেস্ক: এবার বাদশা নন, বুর্জ খলিফার চূড়ায় রাজত্ব করলেন রণবীর কাপুর। ‘বিগ ফ্রাইডে’র সন্ধেয় বুর্জ খলিফায় ভেসে উঠল রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির ঝলক। উপস্থিত ছিলেন রণবীর কাপুর, ববি দেওল এবং প্রযোজক ভূষণ কুমার।
উল্লেখ্য, আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘অ্যানিম্যাল’। ছবির টিজারে ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভারতের পাশাপাশি আমেরিকাতেও মুক্তি পাচ্ছে এই ছবি। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছেন রণবীর। ‘অ্যানিম্যাল’ প্রথম হিন্দি ছবি, যা আমেরিকার ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এর আগে এই সেরার সেরা রেকর্ডের মালিক ছিলেন শাহরুখ খান। তাঁর ‘জওয়ান’ আমেরিকার মোট ৮৫০টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল। তারও আগে রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’ রিলিজ করেছিল আমেরিকার ৮১০টি হলে। সেদিক থেকেই শাহরুখ খানকে ছাপিয়ে গিয়েছেন রণবীর।