|
---|
নতুন গতি, ডিসেম্বর 03: মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মদিবস। বৃহস্পতিবার সকালে সংস্থার পক্ষ থেকে এদিন সকালে কালেক্টরেট ও ক্ষুদিরামের শৈশবের স্মৃতি বিজড়িত হবিবপুরে অবস্থিত আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ক্ষুদিরাম মোড় ও হবিবপুরে বক্তব্য রাখেন যথাক্রমে সংস্থার সম্মাদক মৃত্যুঞ্জয় খাটুয়া ও সদস্য শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। উপস্থিত ছিলেন অধ্যাপক মন্টুরাম জানা, অনাদি কুমার জানা,প্রসূন কুমার পড়িয়া,অমিত সাহু, অমিতাভ দাশ, পঙ্কজ পাত্র, অরূপ দাস, নরসিংহ দাস, বিশ্বজিৎ সাউ,মণিকাঞ্চন রায়, ইন্দ্রদীপ সিনহা প্রমুখ।