কংগ্রেসের উদ্যোগে পালিত হলো ভারতছাড়ো আন্দোলনের সূচনা দিবস

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:  ৯ ই আগস্ট রবিবার ছিল ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবস। এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মেদিনীপুর শহরে। এদিন সকালে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহরের গান্ধী মুর্তির পাদদেশে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিনের কর্মসূচি উপলক্ষ্যে গান্ধী মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি দিনটির গুরুত্ব ও বর্তমান সময়ে এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন কংগ্রেস নেতৃবৃন্দ। পাশাপাশি কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির তীব্র সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌমেন খান, শম্ভুনাথ চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর ভকত, পার্থ ভট্টাচার্য সহ অন্যান্যরা।