জলঙ্গী ব্লকের সাহেব রামপুর মোড়ে তৃণমূলের যোগ দান সভা

 

    সজিবুল ইসলাম,নতুন গতি,মুর্শিদাবাদ:

    আজ জলঙ্গী ব্লকের চোয়াপাড়া অঞ্চলের সাহেব রামপুর মোড়ে সিপিআইএম, কংগ্রেস ও বিজেপি থেকে ৭০০ জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আব্দুর রাজ্জাক মণ্ডলের হাত ধরে তৃণমূলের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
    এদিন বিধায়ক আব্দুর রাজ্জাক জানান যে বর্তমানে তৃণমূল কংগ্রেসের উন্নোয়ন দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেস আসলেন ,আগামী দিনে আরো বেশি যোগদান করবে বলে আমি মনে করি।
    তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাকিবুল ইসলাম জানান যে এই জলঙ্গী ব্লকের কিছু বাম – কংগ্রেস মিলে সাধারণ মানুষ কে ভুল বুঝাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ তাদের কোথায় সাই না দিয়ে আজ শুধু চোয়াপাড়া অঞ্চলের ৭০০ যোগ দিলেন তৃণমূল কংগ্রেস,আর আগামী বিধান সভার ভোটে সব জবাব দিয়ে দিবে সাধারণ মানুষ ।সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল আছে থাকবে।

    এদিন সিপিআইএম থেকে আসা এক কর্মী জানান যে আমি দীর্ঘদিন ধরে সিপিআইএম করেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মতো সাধারণ মানুষের উননয়ন করতে কাও কে দেখিনি ,তাই মমতার কাজে উদ্বুদ্ধ হয়ে আজ আমি এবং আমার এলাকায় অনেক জন এক সঙ্গে তৃণমূল কংগ্রেস যোগ দিলাম,এবং আজ থেকে মমতার কাজের শরিক হলাম আগামী দিনে বিধান সভার ভোটে ভালো ফল করবে সেই চেষ্টা করবো ।

    এদিন যোগ দান সভায় উপস্থিত ছিলেন জলঙ্গী বিধান সভার বিধায়ক আব্দুর রাজ্জাক,ব্লক সভাপতি রাকিবুল ইসলাম,পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্য কামরুজ্জামান কচি।