পয়লা বৈশাখ থেকে বেঙ্গল সাফারিতে এডভ্যাঞ্চার গেমের স্বাদ উপভোগ করতে পারছেন পর্যটকরা

পয়লা বৈশাখ থেকে বেঙ্গল সাফারিতে এডভ্যাঞ্চার গেমের স্বাদ উপভোগ করতে পারছেন পর্যটকরা

     

    উত্তরবঙ্গ: উত্তরবঙ্গ সফরে মানে বেঙ্গল সাফারি দেখা দেখা পর্যটকদের কাছে। এতদিন পর্যন্ত বেঙ্গল সাফারিতে জীবজন্তু দেখতে পেতেন পর্যটকরা। পয়লা বৈশাখ থেকে এডভ্যাঞ্চার গেমের স্বাদ উপভোগ করতে পারছেন পর্যটকরা।

     

    পয়লা বৈশাখ থেকে পর্যটকদের জন্য দারমা ব্রিজ ও জিপলাইন নামক দুটি অ্যাডভেঞ্চার ব্যবস্থা শুরু করা হয়েছে।

     

    বার্মাব্রিজে ঝুলন্ত সেতুর উপর পা রেখে সেতু পার করতে হবে। আর জিপলাইনে সেতুতে ঝুলে সেতু পার করতে হবে। উভয় ক্ষেত্রে মাটি থেকে সেতুগুলোর উচ্চতা 60 মিটার। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে গেম চলাকালীন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

     

    অ্যাডভেঞ্চার গেম গুলিতে অংশগ্রহণের বয়স সীমা 12 বছরের উপরে হতে হবে। কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। প্রতিটা অ্যাডভেঞ্চার গ্রামের মাথাপিছু মূল্য 100 টাকা ধার্য করা হয়েছে। অর্থাৎ একটি অ্যাডভেঞ্চার গেম এ অংশগ্রহণ করতে হলে 100 টাকা লাগবে। দুটির ক্ষেত্রে লাগবে 200 টাকা।