|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: জন্মদিনকে সামনে রেখে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মেদিনীপুর শহরের গোলকূয়াঁর চক এলাকার বাসিন্দা মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আদৃতার দ্বাদশ জন্মদিন সোমবার।আদৃতার বাবা পেশায় ঠিকাদার জয়ন্ত মল্লিক ও মা গৃহবধু সুচন্দ্রা মল্লিকের ইচ্ছে ছিল মেয়ের জন্মদিনটা একটু অন্যভাবে সমাজসেবা মূলক কাজের মধ্য দিয়ে উদযাপন করার,তাঁরা এই কাজে সাথে পেয়ে যান স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর ছাত্র সমাজ ও মেদিনীপুর জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে। সেই মতো পরিকল্পনা অনুযায়ী জন্মদিনের আগের দিন রবিবার মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগারে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। শিবিরে রক্তদান করেন মল্লিক পরিবারের আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী সহ ছাত্র সমাজের কর্মী ও শুভানুধ্যায়ীরা।
শিবিরে রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাংক কর্তৃপক্ষ। রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, রক্তদান আন্দোলনের নেতৃত্ব অসীম ধর,তরুণ সংঘের নন্দদুলাল ভকত, শিক্ষিকা সোমা চট্টরাজ, শিক্ষক স্বরূপ ভৌমিক, ছাত্রসমাজের কৃষ্ণগোপাল চক্রবর্তী, কৌশিক কঁচ,অণিমেষ প্রামানিক, আগন্তুক ঘোড়াই, সমাজকর্মী ফাকরুদ্দিন মল্লিক,সুমন চ্যাটার্জী, মুস্তাফিজুর রহমান, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আদৃতার পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবা জয়ন্ত কুমার মল্লিক,মা সুচন্দ্রা মল্লিক,মামা সৌমেন পাল,কাকু শৌভিক মল্লিক প্রমুখ। এদিনের শিবিরে আদৃতার বাবা জয়ন্ত মল্লিক সহ মোট ৩৮ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান শিবিরের পাশাপাশি জন্মদিনকে সামনে রেখে কেক কাটা ও মিষ্টি মুখের আয়োজনও ছিল। এদিনের শিবিরে সববুজয়ানের বার্তা দিতে রক্তদাতা ও অতিথিদের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয়। উল্লেখ্য এই জন্মদিনকে সামনে রেখে আদৃতা দিন কয়েক আগে ক্যানসার পেশেন্টদের পরচুলার জন্য নিজের মাথার চুল দান করেছেন।