ধূপগুড়িতে চৌপথি মোর সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনা

জলপাইগুড়ি: ধূপগুড়িতে চৌপথি মোর সংলগ্ন জাতীয় সড়কে বাইক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষে গুরতর আহত হলেন এক স্কুল শিক্ষক। জানা গেছে তিনি ধূপগুড়ির ঠাকুরপাঠ রাজমোহন স্কুলের শিক্ষক।

    বুধবার ১০ টা ৪৫ মিনিট নাগাদ স্কুলে যাওয়ার সময় একটি পিকআপের সাথে তার বাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ধুপগুড়ি দমকলকর্মীরা এবং আহত শিক্ষককে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে খবর তার অবস্থা আশঙ্কাজনক। স্কুল সূত্রে খবর আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।তার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে ওই শিক্ষকের আহত হবার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা।তারা জানিয়েছেন ঠিকমতো ট্রাফিক ব্যাবস্থা না থাকার কারনেই এই দুঘটনা।বহুদিন ধরে তারা ওই অঞ্চলে ট্রাফিক পিকেট বসানোর দাবী জানিয়ে আসছিলেন।