মাটিগাড়ার বাসিন্দার তৈরী করা মুর্তি স্থান পেয়েছে হল্যান্ডের মিউজিয়ামে

দার্জিলিং: মাটিগাড়ার বাসিন্দা উৎপল পাল।গত দশ বছর ধরে তিব্বতীয় ঘরানার মুর্তি তৈরী করছেন।এবারে তার হাতের তৈরী করা মুর্তি স্থান পেয়েছে হল্যান্ডের মিউজিয়ামে।

    ইয়োরোপের মধ্যে একমাত্র হল্যান্ডেই তিব্বতের মুর্তির রাখার প্রচলন আছে।হল্যান্ডেই তিব্বতের মুর্তি রাখা হয়।এবারে উৎপল পালের হাতের তৈরী করা মুর্তি স্থান পেতে চলেছে তিব্বতের মিউজিয়ামে।যার কৃতিত্ব দাবী করতে পারেন তাশি দোরজী লামা তিনি এশিয়ার অন্যতম তিব্বতীয় ধর্মের প্রচারক এবং এই সমস্ত মুর্তি যেখানে রাখা হয় তার একমাত্র দায়িত্ব প্রাপ্ত আহবায়ক।তিনি উৎপল পালের কথা শুনে তার সাথে দেখা করেন।এবং তার তৈরী করা মুর্তির ছবি হল্যান্ডে পাঠান।হল্যান্ড থেকে সন্মতি এলে তার হাতে তৈরী করা দুটি মুর্তি পাঠানো হয় হল্যান্ডে।যার মুল্য আনুমানিক প্রায় এক লক্ষ ষাট হাজার টাকা।তিনি জানালেন মুর্তিগুলির উচ্চতা তিন থেকে সাড়ে তিন ফুট।তিনি বেশী উচ্চতার মুর্তি করেন না এই কারনে যে উচ্চতা বেশী হলে বহন করতে অসুবিধা হয়।তিনি জানালেন তার তৈরী করা মুর্তি ভারতের বাইরে আগেও গেছে কিন্তুু এতটা দুর যায় নি কখনো।গত সপ্তাহে দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ আসেন উৎপল পালের বাড়িতে এবং তার হাতে একটি স্মারক তুলে দেন।উৎপল পাল আরো জানালেন তার এই কাজে তাকে সাহায্য করেছে তার বাবা মা এবং বন্ধুরা।তিনি আরো জানান আগামীদিনে তিনি সারা বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের মুর্তি তৈরী করতে চান।