প্রথম মহিলা হিসাবে মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ বাসন্তি বর্মনের

নতুন গতি, ওয়েব ডেস্ক : মালদা জেলায় প্রথম মহিলা হিসাবে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদে বসলেন বাসন্তি বর্মন।সোমবার বাসন্তী দেবীকে দায়িত্ব বুঝিয়ে দেন সংসদের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান তথা ডি আই সত্যজিত মন্ডল।

    এদিন বাসন্তী দেবীর দায়িত্ব গ্রহণের সময় তৃণমূল দলের পক্ষে উপস্থিত ছিলেন , জেলা সভাপতি মাননীয় আব্দুর রহিম বক্সি , জেলা আইএনটিটিইউসি সভাপতি শুভদীপ সান্যাল , যুব তৃণমূল সভাপতি চন্দনা সরকার , ইংলিশ বাজার ইংলিশ বাজার পৌরসভা পৌর প্রশাসক সুমালা আগারওয়ালা , পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সংগঠনের জেলা সভাপতি আমিনুল হক সহ আরো অনেকে। বাসন্তিদেবী গাজোলের হাতিমারি হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা । বালুরঘাটের খাদিমপুর গার্লস স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে পরবর্তীতে মালদা ওমেন্স কলেজে উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন। বাসন্তী দেবী র বাবার বাড়ি বালুরঘাটে হলেও মালদা জেলাতে শ্বশুরবাড়ি।

     

    ছাত্র আন্দোলন থেকে হাতে রাজনীতির হাতে খড়ি বাসন্তী দেবীর। ছাত্রাবস্থাতেই এসসি এসটি আন্দোলনের সঙ্গেও জড়িত। ১৯৯৮ সালে তিনি গাজোল দুই গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচনে জয়লাভ করেন।গত বিধানসভা নির্বাচনে গাজোল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। গত বিধানসভা নির্বাচনে অল্পের জন্য মাত্র ২ হাজারের কম ভোটে বিজেপির কাছে পরাজিত হয়েছিলেন তিনি।

     

    দায়িত্বভার গ্রহণ করে নতুন চেয়ারম্যান বাসন্তি বর্মন জানান , ” আমি খুব গর্বিত যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমার উপর আস্থা রেখে এই ধরনের দায়িত্বপূর্ণ পদে আমাকে বসালো। আমি স্কুলে কাজ করছি সেটার অভিজ্ঞতা রয়েছে। তবে প্রাথমিক শিক্ষা সংসদ জায়গায় কাজ করার অভিজ্ঞতা নেই । আমি সাধ্যমত পরিষেবা দিতে চাই। শিক্ষা সংস্কৃতিতে মালদা জেলা যেন আরও এগিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। লক্ষ্য রাখবো আগামীতে এই জেলার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও মেধাভিত্তিক ও দুর্নীতিমুক্ত করা যায়।”

     

    পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সংগঠন শিক্ষা সেলের জেলা সভাপতি আইনুল হক জানান , দীর্ঘদিন আমাদের প্রাথমিক শিক্ষা সংসদের কোনো চেয়ারম্যান ছিল না। নতুন চেয়ারম্যান কে পেয়ে আমরা খুব খুশি। শিক্ষার সার্থে আমরা সব সময় চেয়ারম্যানের পাশে থাকবো।”