পথ ভোলা এক সম্বর হরিণকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা

নিজস্ব সংবাদদাতা : “পথ ভোলা এক সম্বর হরিণকে জঙ্গলে ফেরালো বনকর্মীরা। চা বাগানের ঝোপ থেকে উঁকি মারছিলো সম্বর হরিণ। মস্ত বড়ো হরিণ দেখে হৈচৈ পড়ে গেলো বড় দিঘি চা বাগানের শ্রমিক মহল্লায়।
বনদপ্তর সুত্রে জানা গেছে,  মঙ্গলবার সকালে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বড় দিঘি চা বাগানে কাজ করতে আসেন চা শ্রমিকেরা। চা গাছের ঝোপ সাফাই করতে গিয়ে তারা দেখতে পান একটি বিশাল আকারের সম্বর হরিণ উঁকি মারছে চা বাগানের ঝোপ থেকে। এরপর তারা খবর দেন বনদপ্তরের খুনিয়া ওয়াইল লাইফ স্কোয়াডে। খবর পেয়ে ছুটে আসে স্কোয়াডের কর্মীরা। বন দপ্তরের কর্মীদের অনুমান এই পূর্ন বয়স্ক সম্বর হরিণটি কোনও ভাবে পথ ভুল করে গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন বড় দিঘি  চা বাগানে ঢুকে যায়।এরপর চা শ্রমিকদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ফের গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে “দিলো বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা।ঘটনায় গরুমারা বন্যপ্রাণী বিভাগের এ ডি এফ ও জন্মেজয় পাল বলেন সম্বর হরিণ চা বাগানে ঢুকেছে এই খবর পেয়ে আমাদের খুনিয়া স্কোয়াডের কর্মীরা সাথে সাথে ছুটে যায়। এরপর হরিনটিকে উদ্ধার করে তার শারীরিক পরীক্ষার পর তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।