|
---|
নতুন গতি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গি বিধানসভার নির্বাচন কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলন করলেন প্রার্থী আব্দুর রাজ্জাক।
এবার তৃণমূল মোট দশটা অঙ্গীকার নিয়ে শুক্রবার ইস্তেহার প্রকাশ হল সাগরপাড়া অনুষ্ঠান বাড়ি থেকে ১|অজস্র সুযোগ সমৃদ্ধ বাংলা, ২|প্রতি পরিবারকে ন্যূনতম মাসিক আয়, ৩|আর্থিক সুযোগ সবল যুব, ৪|বাংলায় সবার নিশ্চিত আহার, ৫|বর্ধিত উপাদন সুখী কৃষক, ৬|শিল্পোন্নত বাংলা, ৭|উন্নততর স্বাস্থ্য ব্যবস্থা সুস্থ বাংলা, ৮|এগিয়ে রাখতে শিক্ষিত বাংলা, ৯|সবাই সবাই পায় মাথা গোঁজার ঠাঁই, ১০|প্রতি ঘরে বিদ্যুৎ সড়ক জল।
আজকের এই ইস্তেহার প্রকাশ ও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী আব্দুর রাজ্জাক, জলঙ্গি ব্লক তৃণমূল দক্ষিণ জোনের সভাপতি রাকিবুল ইসলাম, বর্ষিয়ান তৃণমূল নেতা বিষ্ণুপদ সরকার, জলঙ্গি ব্লক যুব তৃণমূল উত্তর জোনের সভাপতি সালাহউদ্দিন সরকার লিটন শুক্লা সরকার প্রমুখ নেতৃত্ববৃন্দ।