শিলিগুড়িতে ক্রমশই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা উদ্বেগে শহরবাসী

নিজস্ব সংবাদদাতা: ডেঙ্গি নিয়ে কোনো হেলদোল নেই জেলা স্বাস্থ্য দপ্তরের।এমনই অভিযোগ তুলে শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো দার্জিলিং জেলা যুব কংগ্রেস। শুক্রবার একাধিক অভিযোগ ও দাবি নিয়ে শিলিগুড়ির জেলা স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি প্রদান করেন দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সদস্যারা।তাদের অভিযোগ, বাস্তবে যে সংখ্যক মানুষ প্রতিনিয়ত ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে সেই সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে না।পাশাপাশি নার্সিংহোম গুলো সাধারণ মানুষের কাছ থেকে ইচ্ছেমত বিল নিচ্ছে।এই সমস্ত অভিযোগ তুলে এদিন শিলিগুড়ি মহকুমা পরিষদ ভবনের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের সদস্যরা।এরপর জেলা স্বাস্থ্য দপ্তরে স্মারকলিপি প্রদান করতে গেলে বাঁধা দেয় পুলিশ।এরফলে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা শুরু হয়।পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্মারকলিপি জমা দেন তারা।