মাত্র কুড়ি টাকার জন্য রেষ্টুরেন্টে আটকে রাখা হয় এক তৃণমূল নেতার মেয়েকে

নিজস্ব সংবাদদাতা : রেস্টুরেন্টে গন্ডগোল নিয়ে বিতর্ক ছড়িয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে। একদিকে বিরোধীরা যেমন উঠে পড়ে লেগেছেন গোটা ঘটনা নিয়ে,তেমনি সাধারন মানুষও ছিছি করছেন।গত পরশুদিন মাত্র কুড়ি টাকার জন্য রেষ্টুরেন্টে আটকে রাখা হয় এক তৃণমূল নেতার মেয়েকে।আর সেটা নিয়েই তোলপাড় শুরু হয়ে যায় শিলিগুড়িতে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সমর্থক ওই রেষ্টুরেন্টে ঢুকে দোকান এবং জিনিসপত্র ভাঙচুর করে এবং দোকানের মালিক এবং তার স্ত্রীকে মারধোর করে। এবং জোর করে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে নেয়। সিসি টিভি ফুটেজে গোটা ঘটনা দেখা গিয়েছে। অভিযোগ ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ঘনিষ্ঠ ওই হামলাকারীরা। তবে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই অভিযোগ মানতে চান নি। তবে তিনি জানান এই ঘটনায়স যদি তার দলের কেউ যুক্ত থাকেন তবে নিশ্চয়ই তাকে আটক করা হবে। এখানেই ঘটনা থেমে থাকে নি,এই ঘটনার পরে ওই ওয়ার্ডের সাধারন মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এখনো পর্যন্ত কাউকে কেন পুলিশ গ্রেপ্তার করল না সেটা নিয়েও বিক্ষোভ দেখান তারা। এদিকে মেয়র গৌতম দেব এই মুহূর্তে বাইরে আছেন,গোটা ঘটনায় তিনিও প্রচণ্ডভাবে ক্ষুদ্ব।তিনি জানিয়েছেন ফিরে এসে তিনি দেখবেন যাতে দোষীরা সাজা পায়। এদিকে এই ঘটনা নিয়ে প্রচণ্ডভাবে ক্ষুদ্ব শিলিগুড়ির বিধান মার্কেট ব্যাবসায়ী সমিতি।তারাও জানিয়েছেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই জানিয়েছেন শিলিগুড়িতে আগে এই পরিবেশ ছিল না,কিছুদিন ধরেই চলছে এইসব ঘটনা।আর সাধারন মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন।