|
---|
- নিউজ ডেস্ক: পাশে থাকা গৌতম দেবকে দেখিয়ে ফিরহাদ ববি হাকিম জানান শিলিগুড়িতে গৌতম দেব একজন দক্ষ প্রশাসক তাই গৌতম দেবের হাত ধরেই শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের উথান হবে। শিলিগুড়িতে উনত্রিশ নং ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুস্মিতা বোস মৈত্রর সমর্থনে ফিরহাদ ববি হাকিম।তিনি গতকাল শিলিগুড়িতে আসবার পরে বেশ কয়েকটি ওয়ার্ডে প্রার্থীর সমর্থনে প্রচার করবার পরে আজ শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডে প্রচার শুরু করেন।তিনি উনত্রিশ নং ওয়ার্ডে জানান বিজেপীর বাংলাতে কোন আশা নেই,বিজেপীকে ভোট দেওয়া মানেই নিজের ভোট নষ্ট করে দেওয়া।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে মানুষকে জানালেন উন্নয়নেল শরীক হতে।কলকাতা পুরসভার মেয়র আরো জানান শিলিগুড়ির মানুষ এখন অনেক সচেতন তাই এবার আর তৃণমূলের চিন্তা করবার কোন কারনই নেই।এবারে শিলিগুড়িতে সবুজ আবির খেলবে।তৃনমুল কংগ্রেস কে ভোট দিয়ে শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডে জেতানোর অনুরোধ করেন ববি হাকিম।