|
---|
কালিয়াচক : কালিয়াচক থানার যদুপুর সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক থানার যদুপুর পেট্রোল পাম্পের কাছে। পরিবার সূত্রে জানা যায়, মৃত ওই মোটরবাইক আরোহীর নাম হাজী তাফাজুল শেখ বয়স (৬০) তার বাড়ি কালিয়াচক থানার আলতা হাজীপাড়া এলাকায়। জানা যায় , এদিন মোটর বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি, পথেই পেট্রোল পাম্পের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে যায় ।
স্থানীয় সূত্রে , হটাৎ একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে ওই বাইক আরোহীর তারপর ছুটে আসেন স্থানীয় লোকজন । রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়া দেহের বিভিন্ন অংশ । সেখানেই মৃত্যু হয় বাইক আরোহী তাফাজুল সেখ এর । ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কালিয়াচক থানার পুলিশ । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনা জনিত ট্রাক টি পলাতক, ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।