হরিয়ানার কার্নালে বিপুল বিস্ফোরক সহ ৪ সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ

দেবজিৎ মুখার্জি: বৃহস্পতিবার সকাল ৪টে নাগাদ হরিয়ানার কার্নালের বস্তারের এক টোলপ্লাজা থেকে, পাক সীমান্ত থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাচার করার অভিযোগে, বিপুল বিস্ফোরক সহ ৪ সন্দেহভাজন খলিস্তানি জঙ্গিকে গ্রেফতার করলো পুলিশ।

    জানা গিয়েছে, ধৃতরা পাঞ্জাবের বাসিন্দা। তাদের মধ্যে একজন জেলখাটা আসামী। নাম গুরপ্রীত। জেলেই তার সঙ্গে রাজীব নামে এক আইএসআই যোগসূত্রকারীর আলাপ হয় আর সেই সূত্র ধরেই অস্ত্র পাচারের ব্যবসায় নামা গুরপ্রীতের। বাকি তিন ধৃতের নাম আমনদীপ, ভূপেন্দ্র এবং পরবিন্দর সিং।

    পুলিশ সূত্রের বক্তব্য, ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে যে অস্ত্র ভারতে আসতো, তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতো এই চারজন। এবার তেলেঙ্গানার নান্দেদে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল এই চারজনের উপর।

    যদিও অন্য একটি সূত্রের খবর, এদিন সেই বিস্ফোরক নিয়ে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল তারা। তার আগেই তারা পুলিশের জালে চলে আসে।