দার্জিলিং মোড়ে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা লোগো

শিলিগুড়ি: শিলিগুড়ি প্রবেশদ্বার দার্জিলিং মোড়ে তৈরি হচ্ছে বিশ্ব বাংলা লোগো। শিলিগুড়ি পুরো নিগমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই লোগো তৈরি করা হচ্ছে। ব্যয় হচ্ছে আনুমানিক 15 লক্ষ টাকা।

    দার্জিলিং মোড় হল শিলিগুড়ির প্রবেশদ্বার। এখানে শিলিগুড়ি পুরো নিগমের পক্ষ থেকে বিশ্ব বাংলা লোগো তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে নকশা তৈরি করে ফেলা হয়েছে। চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে জোড় কদমে। দুই পাশের রেলিং নির্মাণ করা হয়েছে। লোগো নিচে উন্নত মানের ইট লাগানো হচ্ছে। এছাড়া নীল-সাদা এলইডি লাইট আলাদা মাত্রা এনে দেবে সৌন্দর্যায়নের।

    শিলিগুড়ি সৌন্দর্যায়নের ক্ষেত্রে এই বিশ্ব বাংলা লোগো অনেকটা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। শিলিগুড়ি পুরো নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান প্রশাসক মন্ডলীর সদস্য থাকাকালীন এই লোগো নির্মাণের কাজ শুরু করা হয়েছিল।

    দার্জিলিং মোড় এ বিশ্ব বাংলা লোগো শিলিগুড়ি সৌন্দর্যায়নের ধারা অব্যাহত রাখবে। সমতল ও পাহাড়ের যোগ সংযোগস্থল এই দার্জিলিং মোড়। প্রতিদিন প্রচুর গাড়ির সমতল থেকে এখান দিয়ে পাহাড়ে যায়, অনুরূপভাবে আবার পাহাড় থেকে প্রচুর গাড়ি এই পথ দিয়ে শিলিগুড়িতে প্রবেশ করে। বিশ্ব বাংলা লোগো পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় হবে বলে অনেকেই মনে করছেন।