|
---|
সেখ সামসুদ্দিন,মেমারি : ২০২১ এর বিধানসভা নির্বাচনের পর দ্বিতীয় পর্বে সাতটি স্কুলের সভাপতি মনোনয়ন পেলেন। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য এবং মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিক যৌথভাবে সিদ্ধান্তের মাধ্যমে এই সভাপতি নিয়োগে সরকারি ভাবে যে সমস্ত নাম পাঠানো হয়েছিল তাদের মধ্যে দ্বিতীয় পর্বে সাতটি স্কুলের সভাপতি ও স্কুলে পত্র মারফত নিয়োগের বিষয়টি জানানো হয়। তারমধ্যে স্কুলগুলি হল বৈদ্যডাঙ্গা গার্লস স্কুল, বড়োয়া পাঁচকড়ি বিদ্যালয়, দেবীপুর স্টেশন গার্লস স্কুল, দেবীপুর স্টেশন হাই স্কুল, কুচুট পি সি ইনস্টিটিউশন ও মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ স্কুল। এই মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির স্কুলে সভাপতি নিয়োগপত্র পেলেন যিনি তিনি হলেন মেমারির কাজের ছেলে সকলের প্রিয় মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত। এই সুপ্রিয় সামন্ত এর আগে মেমারি রসিকলাল স্মৃতি বালিকা বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে এসে প্রভূত উন্নয়ন করেছিলেন যা এলাকাবাসীর নজর কাড়ে। এবার তিনি দ্বিতীয় পর্বে এই মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ২ এ সভাপতি হিসেবে যোগদান করে এই বিদ্যালয়েরও উন্নয়ন সাধন করবেন বলে এলাকার মানুষ মনে করছে। সুপ্রিয় সামন্ত বলেন কাজের মানুষ কাজ করবে, আর বিদ্যালয় রাজনীতির জায়গা নয়। তার কাছে পৌরসভার কাজ চালিয়ে বিদ্যালয়ের কাজ চালানো সম্পূর্ণ ভাবেই সম্ভব এবং তিনি দায়িত্ব সহকারে ছাত্রছাত্রীদের প্রকৃত পরিষেবা দিতে কাজ করবেন।