|
---|
সেখ আব্দুল আজিম, কোলকাতা : ৮ই ফেব্রুয়ারি ৩৭ নম্বর মিয়া যান দর্জি লেনে চার দিনের অনুষ্ঠান শুরু হলো আজ বৃহস্পতিবার। বেঙ্গল ন্যাশনাল স্পোর্টিং ক্লাব এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর উদ্যোগ রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এছাড় ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান চলবে চারদিনব্যাপী। উক্ত রক্তদান শিবিরে পুরুষ ও মহিলাদের রক্ত দেওয়ার উৎসাহ লক্ষ্য করা যায়। এই দিন রক্তজাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের কাউন্সিলর ছাড়া তৃণমূল কংগ্রেসের ব্লকের সক্রিয় গুণীজনেরা। গুণীজনদের ব্যাচ উত্তরীয় পরিয়ে সম্মান প্রদান করা হয়। উক্ত ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সক্রিয় সৈনিক জানালেন আমরা দিদির সৈনিক যেমন ভারতবর্ষে লাদাখ বিভিন্ন প্রান্তে সৈনিকরা পাহারা দিচ্ছেন আমরা তৃণমূল কংগ্রেসের দিদির সৈনিক। রক্তদাতাদের সার্টিফিকেট সহ টিফিন এবং একটি করে ব্যাগ প্রদান করা হয়। এলাকার সাধারণ মানুষের সহযোগিতা লক্ষ্য করা যায় উৎসাহের সাথে।