|
---|
পারিজাত মোল্লা : শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতাড় থানার ওসি পদে দায়িত্ব গ্রহণ করলেন সাব ইন্সপেক্টর প্রসেনজিৎ দত্ত। এর আগে তিনি কালনা থানার ওসি পদে দায়িত্বে ছিলেন। প্রসঙ্গত , লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন থানায় ওসি ও আইসি পদে রদবদল করা হয়। জেলায় অন্যান্য জায়গার পাশাপাশি ভাতাড় থানায় ওসি পদে রদবদল হয়। শুক্রবার নবনিযুক্ত ওসি প্রসেনজিৎ দত্ত থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে ভাতাড় থানার ওসি ছিলেন পঙ্কজ নস্কর। প্রায় সপ্তাহ তিনেকের মধ্যেই পংকজ বাবুকে ভাতাড় থানা থেকে মাধবডিহি থানায় বদলি করা হয়। এদিন ভাতাড় থানার পক্ষ থেকে নবনিযুক্ত ওসি প্রসেনজিৎ দত্ত এবং বিদায়ী ওসি পঙ্কজ নস্করকে সম্বর্ধনা জানানো হয়।