|
---|
উজির আলী,চাঁচলঃ ১৪ অক্টোবর
প্রয়াত হলেন প্রবীন কমরেড তথা পশ্চিমবঙ্গে ৩৪ বছর রাজত্ব করা সিপিআইএমের সক্রীয় কর্মী চাঁচলের জালালুদ্দিন সরকার।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন জালাল সাহেব।
মঙ্গলবার দুপুরে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন হৃদরোগে।
সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে হাসপাতাল সূত্রে খবর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯।
উল্লেখ্য, চাঁচল ২ নং ব্লকের জালালপুর সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। সম্ভাব্য ২০১১ সালে অবসর হলেও সুস্থ থাকাকালীন কানাইপুর জুনিয়র মাদ্রাসায় বিনা বেতনে অস্থায়ীভাবে শিক্ষা প্রদান করেছেন ।
সিপিআইএম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মালদা জেলা অল বেঙ্গল টিচার্স অ্যাশোসিয়েশনের সদস্যও ছিলেন।
বর্তমানে চাঁচল ১ নং ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সদস্য ছিলেন বলে দলীয় সূত্রে খবর। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত লাল পতাকা কেই সেলাম জানিয়েছেন জালাল বাবু। তাই একনিষ্ঠ কর্মীর ইহলোক ত্যাগে ক্রন্দিত চাঁচলের লাল শিবির। শোকস্ত্দ্ধ পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক ও শিক্ষা মহল সহ চাঁচলের বিভিন্ন রাজনৈতিক দল।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলের দলীয় কার্য্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো জানানো হয়েছে সিপিআইএম কমিটির তরফে।
আদি বাড়ী জালালপুরে হলেও দীর্ঘদিন ধরে থাকা চাঁচলে নিজ বাসভবনের ঠিকানায় স্থানীয় কবরস্থানে শেষ কৃত্য সম্পন্ন হবে বুধবার বলে জানা গেছে।