|
---|
নিজস্ব সংবাদদাতা: আজ শিলিগুড়ি পুরসভাতে বোর্ড মিটিং এ নীরবভাবে চলল গোটা বোর্ড মিটিং।অনেকদিন পরে বোর্ড মিটিং এ অসুস্থ গৌতম দেব অনেকটা শান্তই ছিলেন। আজকের বোর্ড মিটিং এ শিলিগুড়ি পুরসভার অর্ধেক কাজকর্ম এবং পড়ে থাকা কাজকর্ম নিয়ে আলোচনা চলে। এখানে তৃণমূল কাউন্সিলারেরা জানান মেয়র সই না করবার কারনে অনেক কাজই বন্ধ হয়ে আছে। ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস অনেকদিন পরে ক্ষমতায় এসেছে এবং তারা চাইছে মানুষের জন্য উন্নয়ন করে যেতে।তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার এবং এম আই সি শ্রাবনী দত্ত বলেন সরকারের সাথে আমাদের একই সাথে কাজ করে যেতে হবে।আমরা মানুষের ভোটে জিতে এসেছি এবং মানুষের জন্যই আমাদের পরিশ্রম করে যেতে হবে।এদিন বিরোধীরা পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করলে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন শ্রাবনী দত্ত এবং সিক্তা বসু রায়রা। এদিন কম কথা বললেও গৌতম দেব জানান আমাদের কাজ করে যেতে হবে বিচারের ভারটা মানুষের উপরে ছেড়ে দিলাম। আগাগোড়া নিস্তেজ ছিল আজকের বোর্ড মিটিং।যদিও তৃণমূল কাউন্সিলারেরা অন্যান্য কেলেঙ্কারিকে সামনে এনে তুলে ধরে বিজেপীর প্রতিবাদ মোটামুটি ভেঙ্গে দেন। এদিন তৃণমূল কাউন্সিলারেরা সবাই একত্রে শপথ নেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতার বিষয় নিয়ে কোনরকমের বিতর্ক সৃষ্টি না তৈরী করতে।অনেকদিন পরে চলা এই বোর্ড মিটিং এর সময় ছিল অনেকটাই বেশী। মেয়র জানান আগামীদিনে শিলিগুড়ির মানুষের উন্নয়ন আমাদের মুল লক্ষ।তাই আমাদের আপাতত এই কাজটুকুই করে যেতে হবে।