শিলিগুড়িতে ফের একবার পোস্টার বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল

নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুর নির্বাচনের  আর তিনদিন মাত্র বাকি। তারই মাঝে শিলিগুড়িতে ফের একবার পোস্টার বিতর্ককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে শহরের রাজপথ সহ একাধিক জায়গায় আদি বিজেপির নামে পোস্টারের দেখা মেলে। যাতে লেখা “আদি বিজেপি দিচ্ছে ডাক, শিলিগুড়িতে দিদি থাক” এবং “গদ্দার হটাও বিজেপি বাঁচাও”। ভারতের প্রাক্তণ প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে ওই পোস্টার লাগানো হয়েছে। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে ওই ধরনের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে শহরে প্রচারে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন। এরই মাঝে এইধরণের পোস্টারে কিছুটা হলেও অস্বস্তিতে গেরুয়া শিবির। ওই বিষয়ে অবশ্য বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ” এটা শাসকদলের নতুন যাত্রা। এটা পুলিশের তদন্ত করে দেখা উচিৎ। আদি বিজেপি কর্মীদের মেরুদণ্ড এতোটাও ভেঙে যায়নি যে এইধরণের পোস্টার তারা দেবে।” অন্যদিকে, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বেদব্রত দত্ত বলেন,  “এসব চালাকির এখন কোন জায়গা নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দেশের মুখ। আর তৃণমূল কংগ্রেসের এসব সংস্কৃতি নয়।”