রক্তাল্পতায় ভোগা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখে রক্ত দানের মাধ্যমে জন্মদিন পালন শ্রী হারাধন সাহা ও স্ত্রী পায়েল চৌধুরী সাহার

রক্তাল্পতায় ভোগা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখে রক্ত দানের মাধ্যমে জন্মদিন পালন শ্রী হারাধন সাহা ও স্ত্রী পায়েল চৌধুরী সাহার

     

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : একদিকে প্রাকৃতিক নিয়মে গ্রীষ্মের আগমন অন্যদিকে নির্বাচন উৎসব। চারদিকে সাজ সাজ রব হলেও স্বেচ্ছায় রক্তদানে কিন্তু দুটোই প্রতিকূল অবস্থা। এই দুই প্রতিকূল অবস্থাকে পাত্তা না দিয়ে শুধু মাত্র হাসপাতালের বেডে শুয়ে থাকা রক্তাল্পতায় ভোগা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কথা মাথায় রেখে জীবনের জন্য প্রাণের টানে রক্ত দান করে নিজের জন্মদিন পালন করলেন মঙ্গলবাড়ির শ্রী হারাধন সাহা ও তার স্ত্রী পায়েল চৌধুরী সাহা বৃহস্পতিবার ইংলিশ বাজার শহরের মালদা আই এম এ ভবনে অনুষ্ঠিত হল এই মহান কর্মযজ্ঞ। শিবিরে ১ জন মহিলা সহ ১২ জন রক্তদান করেন। দাতাদের উৎসাহ দিতে এগিয়ে আসেন ডা: অমিতাভ মন্ডল উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক মালদা ,অজিত কুমার দাস সমাজকর্মী সাধন সংঘ আশ্রম, সুরজিৎ মন্ডল সমাজকর্মী সেন্ট জনস অ্যাম্বুলেন্স, শুভজিৎ দাস সমাজকর্মী জাগরণ মালদা, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নতুন প্রজন্ম নামে একটি সামাজিক সংগঠন। শিবিরের শেষে প্রত্যেক দাতাকে প্রশংসাপত্র ও রক্তদাতা স্মারক তুলে দেন অনিল কুমার সাহা আহ্বায়ক রক্তদান শিবির ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা। হারাধন সাহার জন্মদিনে রক্ত দিয়ে পৃথিবীর মানুষকে পথ দেখাল বলে মন্তব্য করেন মিজানুল ইসলাম সমাজকর্মী ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা।