অবশেষে ভাঙড়ের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা। বিশিষ্ট চিকিৎসক ডা. রেজায়ুল করিম

অবশেষে ভাঙড়ের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা। বিশিষ্ট চিকিৎসক ডা. রেজায়ুল করিম

     

     

     

    নতুন গতি প্রতিবেদক : অবশেষে ভাঙড়ের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা। বিশিষ্ট চিকিৎসক ডা. রেজায়ুল করিম।

     

    আজ ইতিমধ্যেই কালিঘাটে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ ও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড় ১৪৮ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে ডা. রেজায়ুল করিম এর নাম ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    উল্লেখ্য, ২০১৯-এ বীরভূম লোকসভা কেন্দ্র সিপিএমের হয়ে লড়াই করেছিলেন ডা. রেজাউল করিম। রাজ্যের শাসক দলের বিরোধী হিসেবে পরিচিত চিকিৎসক সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম (ডব্লিউবিডিএফ)-এর নেতা রেজাউল করিম সাম্প্রতিক কালে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করেন। গত লোকসভা ভোটে তিনি বীরভূমে সিপিএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

     

    সদ‍্য তৃণমূলে যোগ দেওয়া রেজাউল করিম ভাঙড়ের তৃণমূল প্রার্থী হওয়ায় তা কে ভাঙড়ে স্বাগত জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব।এ বিষয়ে এক তৃণমূল নেতা বলেন, বিপুল ভোটে রেজাউল করিম সাহেব জয়ী হবেন।

     

    ভাঙড় তৃণমূল কংগ্রেস এর শক্ত ঘাটি হিসাবে পরিচিত, আসন্ন বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কেমন ফলাফল হয় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।