|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : রায়দিঘি রেঞ্জ এর হেড়োভাঙ্গা নয় নম্বর কোম্পারমেন্টে বনদপ্তরের উদ্যোগে এই মুহুর্তে চলছে ক্যামেরা ট্যাপিং এর কাজ ১৬১ জোড়া ক্যামেরার সাহায্যে বাঘের সংখ্যা নির্ণয় করা যাবে এমনই আশাবাদী বনদপ্তরের আধিকারিকদের। যে সমস্ত জায়গায় অধিক পরিমাণে বাঘ বিচরণ করে সেই সমস্ত জায়গা চিহ্নিত করে সেখানে পাতা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেগা পিকচার ক্যামেরা। এই ক্যামেরাগুলির বিশেষত্ব দিনের বেলায় ভিডি সহ ছবি আসবে রাতে উঠবে স্টিল ছবি ১৬১৫ কিলোমিটার দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষিত বনাঞ্চলে চার দিন ধরে এই ক্যামেরা বসানোর কাজ চলবে থাকবে ৩৫ দিন। আগামী তিন মাসের মধ্যে বাঘ গণনার পূর্ণাঙ্গ রিপোর্ট মিলতে পারে এমনি আশাবাদী বনদপ্তরের অধিকর্তা মিলন কান্তি মন্ডলের। দীর্ঘ সময়ের স্টিল সহ ভিডিও এই ক্যামেরায় SD মেমোরি কার্ডে সংরক্ষিত থাকবে ১৬১ জোড়া ক্যামেরা পাতার কাজ চালু হল। এই ক্যামেরার মাধ্যম থেকে তদারকি করা যাবে ও বাঘের সংখ্যা নির্ণয় করার জন্য এমনি উদ্যোগ বনদপ্তরের। দক্ষিণ চব্বিশ পরগনার সংরক্ষিত বনাঞ্চল ১৬১৫ কিলোমিটার। যেখানে বাঘের সংখ্যা বেশি সেখানে পাতা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরা গুলির উপর বনদপ্তরের কর্মীরা সদা সর্বদাই নজর রাখছেন।