|
---|
নতুন গতি, মালদা : হাথরস কান্ডে সোচ্চার হল কালিয়াচক-১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন দোষীদের শাস্তির দাবি ও নির্যাতিতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। গোটা দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানানো হয় । কেন্দ্রের ও উত্তর প্রদেশেরে বিজেপি সরকারের ব্যর্থতার জন্য জঘন্যতম ঘটনা ঘটছে। তাই সোচ্চার হয়েছে যুব তৃণমূল কংগ্রেস। এদিন যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সারিউল শেখের নেতৃত্বে কয়েকশো উপস্থিতিতে মোমবাতি মিছিল পথচারীদের নজর কাড়ে । উত্তর প্রদেশের ঘটনার প্রতিবাদে কালিয়াচকের নজরুল ভবন থেকে মোমবাতি মিছিল থানা রোড, বালিয়াডাঙা মোড় হয়ে কালিয়াচক চৌরঙ্গীতে শেষ হয়। সেখানে মৃতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।তৃণমূল কংগ্রেসের যুবসভাপতি সারিউল শেখ বলেন, দেশ জুড়ে এ নারী নির্যাতনের মতো নারকীয় ঘটনা ঘটে চলেছে। আমরা মহিলাদের সুরক্ষা দাবি জানাচ্ছি। এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান । এই প্রতিবাদ সভায় 500বেশি যুব উপস্থিতি ছিল বলে দাবি করা হয়।