|
---|
নিজস্ব সংবাদদাতা:অমরনাথ যাত্রায় মৃতদের আত্মার প্রতি শান্তিকামনা করে এদিন যজ্ঞ করেলের সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং গোলে । পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সম্পূর্ণ সমর্থনের কথা জানান গোলে । রাষ্ট্রপতি নির্বাচনের আগে সিকিমে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
শনিবার শিলিগুড়ির ফাঁসিদেওয়া ব্লকের লিউসিপোখরি এলাকায় পাহাড়ি মাতার মন্দিরে পুজো দিতে এসে এমনটাই জানান তিনি । প্রসঙ্গত শনিবারই দ্রৌপদী মুর্মুর সিকিম যাত্রায় যাওয়ার কথা ছিল । কিন্তু জাপানের প্রাক্তণ প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুর কারণে তার ওই সফর পিছানো হয়েছে । আগামী ১১ জুলাই সিকিম সফরে যাবেন দ্রৌপদী মুর্মু । ওই বিষয়ে প্রেম সিং গোলে বলেন , ” পাশাপাশি তারা এনডিএ জোটসঙ্গী । সেজন্য দ্রৌপদী মুর্মুকে তারা পূর্ন সমর্থন করবেন।তারা জানিয়েছেন দ্রোপদি মুর্মু একজন যোগ্য প্রার্থী তিনি যদি ভারতের রাষ্ট্রপতি হন তবে ভারতের ভালই হবে।তাই তারা দ্রোপদী মুর্মুকে সমর্থন করবেন।