উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক ব্যক্তির

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের। মৃত ব্যক্তির নাম সুব্রত , বয়স ৫০ বছর, বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ডাব গ্রাম এলাকায়। প্রাথমিক শিক্ষা সংসদের অস্থায়ী কর্মী ছিলেন তিনি। তিনি নৈশ প্রহরীর কাজ করতেন বলে জানা গিয়েছে। সুব্রত বাবু দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, তার হাইপারটেনশন , ডায়াবেটিস ও অন্যান্য রোগ ছিল বলে জানা গেছে।গত তেসরা জুলাই শারীরিক অসুস্থতা নিয়ে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর তার লালা রস পরীক্ষা করার পর দেখা যায় তিনি করোনা আক্রান্ত। শনিবার দিন ভোরবেলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার। পাশাপাশি করোণা আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে শিলিগুড়িতে। মোট ১৫ জন আক্রান্ত রয়েছেন জানা গিয়েছে, এর মধ্যে মেডিকেল কলেজের চিকিৎসকরা ও রয়েছেন। তবে আক্রান্তদের কারোরই শারীরিক অবস্থা সংকটজনক নয়। কিছুদিন আগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়। ওই ব্যক্তি কার্শিয়াং এর বাসিন্দা ছিলেন, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

    সংশ্লিষ্ট চিকিৎসক মহল জানাচ্ছেন শিলিগুড়ি পুরো নিগমের প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের হুশ দেখতে পাওয়া যাচ্ছে না। মাস্ক ব্যবহার করা মানুষ ভুলেই গিয়েছে, সামাজিক দূরত্ব মানছেন না কেউ। মানুষের উদাসীনতা , সংক্রমণের হার বৃদ্ধি করবে বলে চিকিৎসক মহল আশঙ্কা প্রকাশ করছেন।