|
---|
নতুন গতি নিউজ ডেস্ক:রহস্যজনক অবস্থায় অফিস ঘরের ভেতর থেকেই এক পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ উদ্ধার করলো পুলিশ। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। ওই এলাকার বাঙ্গিটোলা শাখা পোস্ট অফিসে কর্মরত ছিলেন স্বস্তিক মন্ডল (৪০) নামে ওই আধিকারিক। এদিন সকালে পোস্ট অফিসে অন্যান্য কর্মীরা কাজ করতে এসে ওই অফিসারের দেহ ঘরের সিলিং-এ ঝুলতে দেখেন। এরপর এই এলাকায় শোরগোল পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই পোস্ট মাস্টারের নাম স্বস্তিক মন্ডল। তার বাড়ি হবিবপুর থানার কচুপুকুর এলাকায়। বুধবার রাতে ওই পোস্টমাস্টার অফিসে ছিলেন। এরপরে বৃহস্পতিবার সকালে ওই পোস্ট অফিসে কাজ করতে আসা কয়েকজন কর্মী পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। তবে কি কারণে বাঙ্গিটোলা শাখা পোস্ট অফিসের পোস্টমাস্টার মৃত্যু হল তা অবশ্য এখনও পরিষ্কার করে জানতে পারে নি । পুলিশ’ তবে এটি খুন না আত্মহত্যা, তা নিয়েও পুলিশের কাছে বিষয়টি পরিষ্কার নয়।
মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।