বুধবার দুপুরে জম্মুর উধমপুর শহরে একটি আদালতের কাছে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে

নিজস্ব সংবাদদাতা : বুধবার দুপুরে জম্মুর উধমপুর শহরে একটি আদালতের কাছে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে ১ জনের মৃত্যু হয়, মোট ১৩ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। পুরো এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বিস্ফোরণ ঘটাতে রাসায়নিক ব্যবহার করা হয়েছে।

    বুধবার দুপুর ১ টা নাগাদ আচমকা সংলগ্ন শহরের আদালতের সামনে জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে। ১০০ মিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়, মানুষ ছোটাছুটি শুরু করে দেয়।