এক দিনের অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং শুরু হল নোয়াম রেঞ্জের রেতি রিভার এলাকায়

নিজস্ব প্রতিবেদক:- এক দিনের অ্যাডভেঞ্চার এবং ট্রেকিং (adventure and trekking) শুরু হল নোয়াম রেঞ্জের রেতি রিভার এলাকায়। মানাবাড়ি অ্যাডভেঞ্চার অ্যান্ড গ্রীন এনভায়রনমেন্ট অর্গানাইজেশান এবং শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই নেচার স্ট্যাডি ক্যাম্পে (nature study camp) ৫৯ জন ছাত্রছাত্রী এবং ২ জন শিক্ষক অংশগ্রহণ করেছে। এদিন ওদলাবাড়ি ডিপো পাড়া থেকে প্রথমে ছাত্রছাত্রীরা বাসে করে তুড়িবাড়ি যায়। সেখান থেকে পায়ে হেটে রেতি খোলা পর্যন্ত ট্রেকিং করে। এরপর সেখানেই চলে নেচার ক্যাম্প। একদিনের এই নেচার ক্যাম্পে প্রকৃতি সম্পর্কে বিভিন্ন কিছু জানান শিক্ষকেরা। পাশাপাশি পাহাড়ি এলাকায় কিভাবে হাটতে হয়, নদী কিভাবে পারাপার করতে হয়, দুর্গম এলাকায় কিভাবে যেতে হয় এবং পাহাড়ের গাছপালার সঙ্গে পরিচয় করানোর জন্য এই শিবির বলে জানা গেছে। মানাবাড়ি অ্যাডভেঞ্চার অ্যান্ড গ্রীন এনভায়রনমেন্ট অর্গানাইজেশানের (Adventure and green environment organisation) অন্যতম সদস্য খোকন বিশ্বাস বলেন, ‘আমাদের সংগঠন এবং শিলিগুড়ি কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে একদিনের এই শিবির হচ্ছে। এক দিনের এই শিবিরে ৫ কিলোমিটারের ট্রেকিং হবে। নোয়াম, বারোঘোরি এবং পনেরঘোরিয়া অঞ্চলে মধ্যে দিয়ে এই ট্রেকিং হবে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৫৯ জন, শিক্ষক দুই জন এবং থাকবে ট্রেনার ও গাইড। এই ট্রেকিং ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে দেবে।’ প্রকৃতিকে আরও কাছ থেকে জানতে একদিনের নেচার ক্যাম্পের আয়োজন অ্যাডভেঞ্চার অ্যান্ড গ্রীন এনভায়রনমেন্ট অর্গানাইজেশান (Adventure and green environment organisation)।