| |
|---|
শিলিগুড়ি: সম্প্রতি বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় বনগায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক্সমিট এর আয়োজন করা হয়েছিল। শিলিগুড়ি veteran’s অ্যাথলেটিক টিম এই প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেছে।
এরমধ্যে উল্লেখযোগ্য ৩৫ ঊর্ধ্ব ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জয়লাভ করেছেন শিলিগুড়ির veteran’s অ্যাথলেটিক টিমের সদস্য সিমা চক্রবর্তী। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন এখানেই তিনি থেমে থাকতে চান না। সামনে আরো এগোতে চান। ঘর সংসার সামলিয়ে অক্লান্ত পরিশ্রম করে সফলতা লাভ করা সহজ নয়। তবে তিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন। সরকারি বেসরকারি যে কোন ভাবে আর্থিক সহায়তা পেলে তিনি তার এই খেলার জীবনকে আরো বেশি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই কথা তিনি জানান।


