|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদাঃ একুশে বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসের। মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি করা হলো প্রসেনজিৎ দাস কে। বর্তমানে তিনি ইংরেজবাজার পৌরসভার কো-অর্ডিনেটর ছিলেন। তার পাশাপাশি এই বাড়তি দায়িত্ব পেলেন তিনি। রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসাবে প্রসেনজিৎ দাস এর নাম ঘোষণা করতেই যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দ উচ্ছাসে মেতে ওঠেন।
কালিতলার পার্টি অফিসে উপস্থিত হয় মিষ্টিমুখ করান নবনিযুক্ত যুব সভাপতি কে। উল্লেখ্য, প্রসেনজিৎ দাস সাধারণত পাপ্পু দা নামেই পরিচিত সকলের কাছে। গরীব ঘরের সন্তান প্রসেনজিৎ দাসের রাজনীতিতে হাতেখড়ি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী হাত ধরে। প্রথমে জেলা কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি তারপর তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, এর পর ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর এবার নতুন দায়িত্ব তৃণমূল যুব কংগ্রেস সভাপতি।