ড. কাফিল খানের মুক্তির দাবিতে একমাস জোরালো ভাবে প্রতিবাদে নামছে কংগ্রেস

নতুন গতি, ওয়েব ডেস্ক:এবার ড. কাফিল খানের মুক্তির দাবিতে জোরালো ভাবে বিক্ষোভে নামছে জাতীয় কংগ্রেস। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশের BRD হাসপাতালে নিজের যাবতীয় প্রচেষ্টা লাগিয়ে ৪৮ ঘন্টা না খেয়ে ৩৩০ জন শিশুকে বাঁচিয়ে ছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই পুরো দেশব্যাপী সুপরিচিত ড. কাফিল খান। যেহেতু সেই সময় সেই হাসপাতালে ৭০ জন শিশু অক্সিজেন না থাকার কারণে মারা যায় তাই অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো যোগী সরকার কে। অক্সিজেন না থাকার কারণে শিশু গুলো মারা গিয়েছিলো এটা ড. কাফিল খানের জন্যই প্রকাশে আসে তাই সেই সময় অনেক রকম ভাবে ড. কাফিল খানের উপর নির্যাতন চলে।

    সেই বিষয় সমাধান হয়ে যাওয়ার পর পুনরায় ওনাকে ২৯ জানুয়ারি গ্রেফতার করা হয় মুম্বই থেকে। উল্লেখ্য যে ১৫ ডিসেম্বর দিল্লির আলিঘর মুসলিম ইউনিভার্সিটিতে CAA বিরোধী আন্দোলনে তিনি বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের দ্বারা তিনি হিংসা ছড়িয়েছে এমন ভাবেই চার্জশিট পেস করে আলিঘর জেলাশাসক। তার জন্য ওনার উপর NSA ( জাতীয় নিরাপত্তা আইন) লাগু করা হয়।ড. কাফিল খানের মুক্তির দাবিতে বিভিন্ন ভাবে প্রতিনিয়ত প্রতিবাদ প্রদর্শন চলতেই আছে, সোস্যাল মিডিয়াতে জোরদার ভাবে প্রতিবাদ প্রদর্শন চলতেই আছে বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন চলছে এইবার ড. কাফিল খানের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে বিক্ষোভে নামছে জাতীয় কংগ্রেস।

    জানা গিয়েছে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত সম্পূর্ণ উত্তরপ্রদেশে সই সংগ্রহ অভিযানে নামতে চলেছে কংগ্রেস। এই একমাস ব্যাপী উত্তরপ্রদেশে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ড. কাফিল খানের মুক্তির দাবির স্মারকলিপিতে সই সংগ্রহ অভিযান করবে কংগ্রেস।কংগ্রেসের এই অভিযানে নেতৃত্ব দিবে দলের সংখ্যালঘু সেলের প্রধান শাহনাওয়াজ আলম। উল্লেখ্য যে CAA বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করাই শাহনাওয়াজকেও গ্রেফতার করা হয়েছিল ১৫ দিন জেলে থাকার পর এখন জামিনে মুক্তি পেয়েছে।শাহনাওয়াজ বলেন আমরা ড. কাফিল খানের মুক্তির দাবিতে লাগাতার সরকারের উপর চাপ সৃষ্টি করব। আমরা বিশিষ্ট ব্যক্তিদের কাছে যাব, বিভিন্ন মাদ্রাসায় যাব শিক্ষাপ্রতিষ্ঠানে যাব, স্বনির্ভর গোষ্ঠীর কাছে যাব, যাব সচেতন নাগরিকের কাছে আমরা গিয়ে বলব ড. কাফিল খানের মুক্তির দাবিতে জোরালো ভাবে আওয়াজ তুলুন।