|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: গোটা দেশের সামনে দৃষ্টান্ত স্থাপন করল কেরল এবং পশ্চিমবঙ্গ। উল্টো দিকে, লজ্জার পরিসংখ্যান ঝাড়খণ্ডের। এই পরিসংখ্যান আর কিছু নয়, টিকা অপচয়ের। এই তালিকাতেই এক নম্বরে আছে ঝাড়খণ্ড। সর্বাধিক ৩৩.৯৫ ডোজ টিকা অপচয় করেছে রাজ্যটি। অন্যদিকে সবথেকে কম অপচয় করেছে, বা বলা ভাল করেইনি কেরল এবং বাংলা। তাদের অপচয়ের হার যথাক্রমে -৬.৩৭ এবং -৫.৪৮ শতাংশ। এই তথ্য সবই কেন্দ্রের দেওয়া।
টিকা সঞ্চয়ে কেরলেরও আগে বাংলা। বাংলা বাঁচাতে পেরেছে ১.৬১ লক্ষ ডোজ টিকা। দক্ষিণের রাজ্যটি বাঁচিয়েছে ১.১০ লক্ষ ডোজ।
ছত্তিসগড় অপচয় করেছে ১৫.৭৯ শতাংশ ডোজ, সেখানে মধ্যপ্রদেশের অপচয় ৭.৩৫ শতাংশ। পঞ্জাব, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট এবং মহারাষ্ট্রের অপচয়ের পরিমাণ যথাক্রমে ৭.০৮, ৩.৯৫, ৩.৯১, ৩.৭৮, ৩.৬৩ এবং ৩.৫৯ শতাংশ।
কেন্দ্রের তথ্য বলছে, মে মাসে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে মোট ৭৯০.৬ লক্ষ ডোজ টিকা সরবরাহ করা হয়। এর মধ্যে ব্যবহৃত হয়েছে ৬৫৮.৬ লক্ষ শট, কিন্তু টিকাকরণ হয়েছে ৬১০.৬ লক্ষের। অতিরিক্ত হিসেবে রয়েছে ২১২.৭ লক্ষ ডোজ। আগের মাসে আরও বেশি টিকাকরণ (৮৯৮.৭ লক্ষ) হয়েছে এবং অতিরিক্ত ডোজের সংখ্যাও ছিল কম (৮০.৮ লক্ষ)।
প্রসঙ্গত, টিকা অপচয় নিয়ে রাজ্যগুলিকে হুঁশিয়ারি দিয়ে রেখেছে কেন্দ্র। অপচয় হলেই বরাদ্দ কমিয়ে দেওয়া হবে বলে সতর্ক করা হয়েছিল।