কেশপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

সেখ মহম্মদ ইমরান, কেশপুর :করোনা অতিমারীতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে রক্তের সংকট। এই করোনা পরিস্থিতির মাঝে গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো কেশপুর থানা। বৃহস্পতিবার কেশপুর শহীদ ক্ষুদিরাম স্মৃতি অডিটোরিয়াম হলে কেশপুর থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্ত সংগ্রহে ছিল ঝাড়গ্রাম জেলা হাসপাতাল ব্লাড ব্যাংক।


    এদিন শিবিরে কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারী, অন্যান্য অফিসার, সিভিক সহ মোট 52 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদাতাদের হাতে থানার পক্ষ থেকে একটি করে চারাগাছ তুলে দিয়ে বৃক্ষ রোপনের বার্তা দেওয়া হয়। শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল SP (HQ) অম্লান কুসুম ঘোষ, DY, SP (D&T) পশ্চিম মেদিনীপুর ফাইজল আহমেদ, সি আই কেশপুর পথিকৃৎ চ্যাটার্জি, কেশপুর হাসপাতালের BMOH ডা: বিদ্যুৎ কুমার পাতর, কেশপুর বিডিও দীপক কুমার ঘোষ, আনন্দপুর থানার ওসি অখিলেশ সিং , কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারী, কেশপুর ব্লক ব্লাড ভলান্টারি ডোনার্স ফোরাম এর সম্পাদক তথা রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক, বিশিষ্ট সমাজসেবী উত্তমানন্দ ত্রিপাঠি, মহম্মদ রফিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমস্ত রক্তদাতা সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজকদের পক্ষে কেশপুর থানার ওসি অঞ্জনি কুমার তেওয়ারী। এমন উদ্যোগ কেশপুরে প্রশংসা কুড়িয়েছে।