|
---|
সেখ সামসুদ্দিন, ১৭ ডিসেম্বরঃ মেমারির নৃত্য আসর সংস্থার পরিচালনায় প্রথম বাউল উৎসব করা হয় মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এসে উপস্থিত হন বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাউল গণেশ ঘোষ, প্রফেসর ডঃ তনুকা দাস, কার্তিক দাস বাউল, কলকাতা টিভির সাংবাদিক তথা নৃত্য আসরের সভাপতি অশোক বসু, সম্পাদক অপূর্ব ভট্টাচার্য্য। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন মেমারির শিল্পীবৃন্দ সংস্থার সভাপতি জানান বিভিন্ন জেলা থেকে শতাধিক বাউল শিল্পীর অংশগ্রহণের কথা থাকলেও শুরুতে ৪০ জন মত বাউল শিল্পী উপস্থিত ছিলেন। এদিন বাউল শিল্পী ছাড়াও মেমারি বিশিষ্ট শিল্পী বৈদ্যনাথ রায় সংগীত পরিবেশন করেন এবং নৃত্য আসরের ছোট ছোট শিল্পীরা নৃত্যানুষ্ঠান করে।