সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম মামূন স্কুলের পানাগড় গার্লস শাখায়

নিজস্ব সংবাদদাতা : গতকাল ১৭ ডিসেম্বর ,শনিবার প্রখ্যাত ইতিহাসবিদ ও বাগ্মী মরহূম গোলাম আহমদ মোর্তজা সাহেবের প্রতিষ্ঠিত মামূন ন্যাশনাল স্কুলের পানাগড়,গার্লস শাখায় এক বিশেষ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি ছিল সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মামূন ন্যাশনাল স্কুলের পরিচালনায় আর বুদবুদ থানার উদ্যোগে এই অভিনব অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বুদবুদ থানার ও সি মোঃ মইনুল হক সাহেব, সেকেন্ড অফিসার অনিমেশ রয়, কোটা পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন শেখ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও এলাকার বুদ্ধিজীবীরা। এছাড়া এই আলোচনা সভায় সামিল হয় বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা।

    দুপুর 2.00 টায় অনুষ্ঠান শুরু হয়ে বৈকাল চারটা পর্যন্ত অব্যাহত থাকে। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন বুদবুদ থানার অফিস ইন চার্জ। তিনি তার দীর্ঘ বক্তৃতায় অনলাইন গেম, অনলাইন ব্যাংক প্রতারণা, ফেসবুকের ভালো খারাপের দিক, হোয়াটসঅ্যাপ মেসেজের সুবিধা- অসুবিধা, বাল্যবিবাহ ইত্যাদি নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন “এই বিষয় নিরসনে সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে, অগ্রণী ভূমিকা নিতে হবে ছাত্র-ছাত্রীদের।”
    তিনি তাঁর আলোচনায় বিদ্যালয়ের সার্বিক বিষয়ে প্রশংসা করেন। তিনি বলেন “কর্মজীবনে অনেক প্রতিষ্ঠানে প্রোগ্রাম করেছি, কিন্তু আমার দেখা এটা সেরা প্রতিষ্ঠান।
    এখানকার পরিবেশ, পরিকাঠামো, পড়াশোনা, রেজাল্ট আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে।”
    এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন উপপ্রধান আলাউদ্দিন সাহেব। অতিথিদের ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বরণ করা হয়। বিদ্যালয়ের ছাত্রীরা গান, গজল ইত্যাদি নানাবিধ বিষয়ে অংশগ্রহণ করে, অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে। সবশেষে বুদবুদ থানার পক্ষ থেকে প্রত্যেক ছাত্রীকে টিফিন প্রদান করা হয়। এরকম একটা অনুষ্ঠানে ছাত্রীরা অংশগ্রহণ করে উৎফুল্লতা প্রকাশ করে।