|
---|
নূর আহমেদ, মেমারি : ৩ জুলাই, বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারিতে যক্ষা আক্রান্ত ১০জন রোগী কে আগামী ৬মাসের জন্য ব্যাক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিলেন সমাজসেবী স্নেহাশিষ ঘোষদস্তিদার। জানা যায় মেমারী ১ ব্লকে রয়েছে ২২০জন যক্ষা আক্রান্ত রোগী। ইতিমধ্যে মেমারী ১ ব্লকের বিভিন্ন প্রসাশনিক উদ্যগে ৪২ জন কে এই পরিষেবা প্রদান করা হচ্ছে। এদিন সমাজসেবী স্নেহাশিষ ঘোষদস্তিদারের উদ্যগে মেমারী গ্রামীণ হাসপাতালের সহায়তায় আরও ১০জন কে ১মাসের জন্য ৬ রকমের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি গ্রামীন হাসপাতালের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অভিষেক ব্যানার্জী ও টিবি হেল্থ ভিজিটর শিল্পা মন্ডল।