|
---|
নূর আহমেদ, মেমারি : ৩ জুলাই, পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত শংকরপুর নদীপাড় এলাকায়, নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির জলে ভাসমান মৃতদেহ উদ্ধার, ঘটনাটি ঘটে,বুধবার রাতে। প্রসঙ্গত,নদীর জলে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা, মেমারি থানায় খবর দেয়, মেমারি থানায় খবর দিলে, ঘটনাস্থলে উপস্থিত হয় মেমোরি থানার পুলিশ,এবং মৃত দেহটিকে উদ্ধার করে, মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে বুধবার রাত্রি দশটা নাগাদ,মেমারি গ্রামীণ হাসপাতালে আনা হলে, মেমারি গ্রামীণ হাসপাতালের উপস্থিত চিকিৎসকও মৃত বলে ঘোষণা করেন , পুলিশ মৃতদেহটিকে, মেমারি থানায় নিয়ে আসে, বুধবার রাতেই, এবং, আজ বৃহস্পতিবার বেলা ১২ টা নাগাদ, অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ বর্ধমান মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় মেমারি থানার পুলিশ, এটা নিছক কোনো স্বাভাবিক মৃত্যু, নাকি আত্মহত্যা, নাকি এই মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোন রহস্য, তার তদন্ত শুরু করেছে মেমারি থানা পুলিশ,গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়, অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করা হয়েছে বলে জানা যায় পুলিশ সূত্রে।