|
---|
নিজস্ব সংবাদদাতা: পরেশ চন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর ফেরানো প্রথম কিস্তির টাকা আজ হাতে পেলেন ববিতা সরকার। জানা গেছে অঙ্কিতা অধিকারী তার দ্বিতীয় কিস্তির টাকাও ফেরত দিয়ে দিয়েছেন। আজ ববিতা সরকার টাকা হাতে পেয়ে জানালেন এতদিনের লড়াই এর এটা ছিল দ্বিতীয় ধাপ।আজ টাকা পেয়ে মনে হচ্ছে আমি একটা বড় লড়াই এ জয়লাভ করলাম।এই টাকার বেশ কিছুটা অংশ আমি মেয়ো রোডে গিয়ে আমি আমার অনশনরত ভাই বোনেদের হাতে তুলে দেবো।যারা 500দিন ধরে অনশন করেও তাদের প্রাপ্য সন্মান পান নি।শীত, গ্রীষ্ম এবং বর্ষাও যাদের কাছে পরাজিত হয়েছে।আমি ওদের সাহায্য করতে চাই। তিনি জানালেন ইষ্কুলের অনুমতি নিয়ে তিনি এক সপ্তাহের জন্য কলকাতায় যাচ্ছেন।সেখানে গিয়ে অনশনরতদের সাথে মিলে তিনিও তাদের জন্য অনশন করবেন। ববিতা সরকার আরও জানালেন যদি ওরা চাকরি পায় তবেই আমি মনে করবো আমি আসল যুদ্ধে জয়ী হয়েছি। কত শিক্ষিত যুবক যুবতী আছেন যারা প্রতিভাবান এবং যোগ্য হয়েও সরকারি চাকরি পাচ্ছেন না।আমি তাদের পাশে ছিলাম,আছি এবং থাকবোও জানিয়ে দিলেন ববিতা সরকার।