|
---|
নিজস্ব সংবাদদাতা ,মালদা: ঐতিহ্যবাহী বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন ধিক্কার মিছিলে পা মেলান পড়ুয়ারা। রোড শো-র নামে বিদ্যাসাগর কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে গেরুয়া বাহিনীর তান্ডব চালানো হয়, তার ধিক্কার জানিয়ে পড়ুয়ারা বলেন, রোড শো-র নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলির ওপর যে হামলার ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ জানাই আমরা। এ ভাবে মূর্তি ভেঙে রাজনীতি, কখনই মেনে নেওয়া যায় না। আমাদের পড়ুয়াদেরও ছাড় দেওয়া হয় নি। তাঁদের ওপরও চড়াও হয় সন্ত্রাসবাদী গেরুয়া বাহিনী। আমাদের কয়েকজন পড়ুয়া জখম হয়েছেন ওদের হামলায়। এ কোন সংস্কৃতি! এদিন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনেই মৌন মিছিল বের করেন পড়ুয়ারা।