নেই বাসস্থান, ঝড় বৃষ্টিতে ভিজেই দিন কাটছে অসহায় মহিলার পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা

মহম্মদ রিপন, মুরারই

    থাকার মত একটি ঠিকানা থাকলেও ভাই এবং ভাইয়ের বউয়েরা চায় না বলে তাকেও আশ্রয় নিতে হয়েছে খোলা আকাশের নিচে ভাঙা একটি ক্লাব ঘরে।বয়সের ভারে এখন আর কোনও কাজ করতে পারেন না স্বর্ণ ভুইমালি।

    পথচলতি মানুষের উপরই নির্ভর করে থাকতে হয় তাকে। তিনি স্বর্ণ ভুঁইমালী এক অসহায় মহিলা বাড়ি মুরারই থানার ভাদীশ্বর। বাবা শ্যামল ভুইমালিও গত হয়েছেন । পরিবারের লোকজন কেউ দেখেনা বলে তার বর্তমান ঠিকানা  ভাদীশ্বর ষষ্ঠী তলা,খোলা আকাশের নিচে। ঝড় বৃষ্টি প্রখর তাপ মাত্রা ইত্যাদি কে উপেক্ষা করেই জীবন যাপন করতে হচ্ছে তাকে। শরীরে বাসা বেঁধেছে নানা রকমের অসুখ।

    কথা বলতে বলতে চোখ ভিজে যায় তার।তবুও কাউকে নিজের দু:খের কথা বলার সুযোগ পেয়ে যেন থামতেই চাইছিলেন না আশ্রয়হীন এই বৃদ্ধা।এই মহিলার করুণ অবস্থা দেখে মুরারই থানার স্বেচ্ছাসেবী সংস্থা  প্রতিবাদ ওয়েল ফেয়ার সোসাইটি তার পাশে থাকার ও চিকিৎসার জন্য সব রকম সাহায্য করার আশ্বাস দেন। নিন্দা ও প্রতিবাদ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা সেখানে গিয়ে বর্তমানে সেই বৃদ্ধা মহিলার থাকার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং এই সংস্থার সভাপতি এবং সম্পাদক জানান এই বৃদ্ধা মহিলা যাতে আর কোনো অসুবিধা হয় না পড়ে সেই জন্য আমরা সেই দিকে নজর রাখব।