|
---|
বিশেষ সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর, ১০ আগস্টঃ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির আলিনগর গ্রামের পিপল তলায় চাষি আব্দুল রহমান অরফে লাদেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাত ১২ টা দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ৭ হাজার টাকাসহ ২৫ ভরি চাঁদি ও সোনার গয়না লুট করে নিয়ে যায়।
গৃহকর্তা আব্দুল রহমান জানান, রাত প্রায় ১২টা নাগাদ ১০ থেকে ১২ জন ডাকাত বাড়ির গেট ভেঙে ভেতর প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে তারা নগদ ৭ হাজার টাকা সহ ২৫ ভরি চাঁদি সহ সোনার অলঙ্কার লুট করে নিয়ে পালিয়ে যায়।সকলেই মুখে কালো কাপড় বেঁধে ছিল।কাউকে চেনা যায়নি।তাদের সঙ্গে লোহার রড,ধারালো অস্ত্র ও পিস্তল ছিল। বাড়ির মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করে। ছেলে সেতাবুল রহমান বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দেখিয়ে বাড়ির মহিলা সহ সকলকে মারধর করা হয়।
সে আরোও জানান,তার বাড়ি আলিনগর মূল গ্রাম থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে ফাঁকা মাঠে।চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামবাসীরা ছুটে আসে।ইতিমধ্যে ডাকাত দল সব লুট করে চম্পট দেয় ।কি উদ্দেশ্যে ডাকাত দল তাদের বাড়িতে হামলা করেছে তা কেউ ভেবে পাচ্ছে না।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। আই সি সঞ্জয় কুমার দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ও ডাকাতি প্রতিরোধে পুলিশ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।