|
---|
আব্দুস সামাদ জঙ্গিপুর:-গতকাল সন্ধ্যার পর ফের জঙ্গিপুর ও লালগোলা রাজ্য সড়কের উপরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর। একের পর এক পথ দুর্ঘটনার খবর।শীত পড়তেই যেনো আরো বেড়ে গিয়েছে পথ দুর্ঘটনা।গতকাল বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ থানার জোতকমলে বাইক ও লরির সংঘর্ষে মৃত্যু হয় এক যুবকের। ঠিক তার পরের দিন অর্থাৎ শুক্রবার দুপুর 2 ঘটিকা নাগাদ আবারো লালগোলা থানার বাখরপুর মুর সংলগ্ন রাজ্য সরকের উপরে পথ দুর্ঘটনা মৃত্যু হয় এক শিশুর। প্রাথমিক সূত্রে জানাজায় বাবার সাথে দোকান যাচ্ছিল এজাজ আহমেদ নামে দুই বছরের ওই শিশু সন্তান। হটাৎ করে জঙ্গিপুরের দিক থেকে আগত লালগোলা মুখী একটি ডাম্পার দুরন্ত গতিতে ছুটে আসে এবং ওই শিশু ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় এবং ঘটনা স্থানেই মর্মান্তিক অবস্থায় মৃত্যু হয় তার।
এই নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় গোটা এলাকা জুড়ে।এবং কিছুক্ষনের জন্য রাজ্য সড়কে যানবাহন চলাচল ব্যাহত ঘটে।খবর পেয়েই ছুটে আসে লালগোলা থানার পুলিশ।এবং মৃত্যু ওই দেহকে উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে লালবাগ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়। যদিও এলাকার মানুষের ক্ষোভ রাজ্য সড়কের উপরে বেপরোয়াভাবে লাগামহীন অবস্থায় দুরন্ত গতিতে গাড়ি চলাচল করছে তাতে করে প্রতিনিয়ত এই ধরনের পথ দুর্ঘটনা ঘটছে।
এই নিয়ে নিরব দর্শক লালগোলা থানার পুলিশ।গোটা এলাকা জুড়ে শোকের ছায়া আর বাড়ী ফেরা হলোনা ইজাজের মায়ের কোল,বাবার বুক আজ খালি হয়ে গেলো।কান্নায় বিভোর পরিবার।