দিশা দ্য গুরুকুল-এর উদ্যোগে বাগুইহাটি তে হয়ে গেল কচিকাঁচাদের সুচারু অডিশন

পারিজাত মোল্লা : দিশা দ্য গুরুকুল-এর উদ্যোগে রবিবার বাগুইহাটির নারায়ণতলায় হয়ে গেল রূপালী পর্দায় কাজ করতে ইচ্ছুক ক্ষুদে শিল্পীদের অডিশন।অভিনেতা নির্দেশক ঋক জয়সওয়াল ও অভিনেত্রী চিত্রালী দাস-এর সামনে ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, অ্যালবাম সং আদি বিভিন্ন বিষয়ে অভিনয়ের জন্য অডিশন নেওয়া হয়।

    দিশা দ্য গুরুকুল-এর তরফ থেকে মঙ্গলা পোদ্দার ও দীনেশ শর্মা একযোগে জানান, “বৃষ্টি বিঘ্নিত দিনেও বিভিন্ন বয়সের জনা পঁয়তাল্লিশ ক্ষুদে শিশু শিল্পীরা অডিশন দিতে উপস্থিত হয়েছিলেন।বলে রাখা ভালো, দিশা দ্য গুরুকুল-এর তত্ত্বাবধানে বাগুইহাটির নারায়ণতলা-তে একই ছাদের নীচে যেমন চলছে মন্তেস্বরী স্কুল, তেমনি চলছে ক্যারাটে, টেবল টেনিস, নৃত্য সহ একাধিক প্রশিক্ষণ কেন্দ্র। অদূর ভবিষ্যতে আরো বিভিন্ন স্থানে দিশা দ্য গুরুকুল-এর শাখা নির্মাণের কথা ভাবছেন সংস্থার যুগ্ম কর্ণধার।