নিজের হাতে চা ও পাউরুটির টোস্ট বানালেন সাংসদ আহলুওয়ালিয়া

আজিজুর রহমান,গলসি : বর্ধমান স্টেশনে ট্রেন থেকে পরে মৃত গলসির বাসিন্দা পিন্টু চ্যাটার্জ্জীর বাড়িতে এলেন লোকসভার সাংসদ এসএস আহলুওয়ালিয়া। তিনি পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করেন। এছাড়াও শুক্রবার তিনি হাসপাতালে বকেয়া তিন লক্ষ টাকা বিল মেটানোর ব্যবস্থা করেন। পাশাপাশি কোলকাতা থেকে মৃতদেহ গলসিতে সৎকারে আনতে কয়েকটি গাড়ি দিয়ে সহযোগিতা করেন। এদিন সাড়ে এগারোটা নাগাদ তিনি গলসির বাজারে সবজি মার্কেটে একটি চা এর দোকানে যান। সেখানে নিজের হাতে তৈরি করেন চা। এবং নিজেই রুটি সেঁকে টোস্ট তৈরি করেন জনসাধারণকে খাওয়ান। পাশাপাশি চা এর দোকানের বেঞ্চে বসে এলাকার সাধারণ মানু‌ষের অভাব অভিযোগের কথা শোনেন। তার কাছে খাসের জমি পরে থাকা নিয়ে ও ক্যানসারের চিকিৎসার সহযোগিতার জন্য বেশ কিছু মানুষ হাজির হন। তিনি তাদের অভাব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেবার আস্বাস দেন। সাংসদ আহলুওয়ালিয়া বলেন, এক্সিডেন্টের পর কোলকাতায় ভর্তি ছিল। অনেক চেষ্টা করা হল কিন্তু বাঁচানো গেল না। শনিবার ওর দেহ গলসিতে আনার ব্যবস্থা করা হয়। আজ পরিবারের লোকজন এর সাথে দেখা করা হল। প্রতিবেশী, সেখ বাপি, নজরুল মিদ্দা জানান, অরিন্দম নন্দীরা জানান, পিন্টু চ্যাটার্জ্জীর বাড়িতে তৃণমূল সিপিআইএম সহ সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসেছেন। তারাও বিভিন্ন ভাবে সাহায্য করেছেন। এছাড়াও বহু মুসলিম ও মসজিদের ইমাম সাহেবরাও বাড়িতে এসেছেন। বহু মানুষ অর্থ সাহায্য করে পাশে দাড়িয়েছেন। বিজেপি নেতা কালীকারঞ্জন চ্যাটার্জ্জী জানান, চিকিৎসার সহযোগিতার জন্য এলাকার মানুষ এমপি স্যারকে বলেছিলেন। তাই তিনি সহযোগিতা করেছেন। বহু মানুষ অর্থ দিয়ে সহযোগিতা করছেন। এমনকি এলাকার ইমাম মৌলনারা সাহায্য করেছেন। তাদের তিনি সালাম জানান।