মাদক বিরোধী সচেতনতা সভা

নিজস্ব সংবাদদাতাঃ বোলপুর : আর্ন্তজাতিক মাদক বিরোধী দিবসে আইনী সচেতনতা শিবিরের আয়োজন করা হলো বোলপুরের সিয়ান ইউসুফ হাই স্কুলে। বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে এদিন বাল্য বিবাহ প্রতিরোধ ও আইন, শিশু পাচার হওয়া থেকে শিশু দের সুরক্ষা, শিশু শ্রমিক সহ শিশুদের সার্বিক সুরক্ষা বিষয়ে স্কুলের শ খানেক ছাত্র ছাত্রীদের নিয়েদ সচেতনতা শিবির করা হয়। যেখানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে নবম দ্বাদশ শ্রেনীর ছাত্র ছাত্রীদের বোঝানো হয় বাল্য বিবাহের ক্ষতিকর দিক ও আইনী দৃষ্টিতে এটা কতটা অপরাধ। একই সঙ্গে এখন কাজের লোভ দেখিয়ে বাইরে নিয়ে গিয়ে অনেক কম বয়সী কিশোরীকে পাচার করে দেওয়ার বিভিন্ন কৌশল অবলম্বন করছে অসৎ পাচারকারীরা । সেই সব বিষয়ে কিভাবে সর্তক থাকবে, কোন শিশু সমস্যায় বা বিপদে পড়লে তারাতারী কোথায় যোগাযোগ করবে এসব বিষয়ে পাঠদান করা হয়। পাশাপাশি নেশার মতো মারাত্মক ক্ষতিকর জিনিস থেকে নিজেদের সর্তক রাখার পরামর্শও দেওয়া হয়। এদিন সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির পার্শ্ব আইনী সহায়ক মহিউদ্দীন আহমেদ।