|
---|
এস ইসলাম,নতুন গতি: ডোমকল আই. এন. টি টিইউ. সি. উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ট্রেড ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান এবং মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস লিডার তৈমুর বিন কাসেমী খান ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল ও ডোমকল বিধানসভার ট্রেড ইউনিয়নের সভাপতি নুরাবুল হক দলনেতা আলম খান ডোমকল বিধানসভার মাইনরিটির সহ-সভাপতি আলী হোসেন কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম সহ আরো তৃণমূল কংগ্রেস কর্মী বৃন্দ উপস্থিত হয়েছিলেন প্রায় 150 পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন মজদুর গরিব মেহেনতি মানুষদের মধ্যে আবু সুফিয়ান বলেন মা-মাটি-মানুষ সরকার রয়েছেন গরীব মেহনতী মানুষের পাশে ডোমকল টাউন সভাপতি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন পৃথিবীর কোন জায়গায় এরকম মুখ্যমন্ত্রী খুঁজে পাওয়া যাবে না সব সময় গরিব মেহনতী মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সরকার রয়েছে সাধারণ মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছি সবসময় মানুষের পাশে থাকুন একথা জানান ,
তিনি আরো বলেন কয়েকদিন থেকে আমরা ডোমকল এ খাদ্য বিতরণ করছি সাধারণ মানুষের মধ্যে মানুষের যেকোনো সুবিধা-অসুবিধা সবকিছু আমরা খতিয়ে দেখছি যেন কোন মানুষ লকডাউন এর ফলে অনাহার না থাকে সেই দিকটা আমরা লক্ষ্য রাখছি সাধারণ মানুষকে দিদির আদর্শ মেনে চলার বার্তা দেন